চট্টগ্রাম বুলেটিন

কক্সবাজারে ২০০ কোটির জমি দখল করা সেই যুবলীগ নেতা বউ নিয়ে ঘুরছেন চট্টগ্রামে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মুনাফ সিকদার স্ত্রী নিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরছেন৷ তার সাথে একটি মোটরসাইকেল ও প্রাইভেটকারও রয়েছে। তিনি কখনও বায়েজিদ লিংক রোড়, কখনও পারকি বীচ, আবার কখনও সিআরবি ও পতেঙ্গা সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন। এতোসবের পরও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ।

সম্প্রতি তাকে সীতাকুণ্ডের বায়েজিদ লিংক রোড়ে ফটোসেশান করতে দেখা গেছে। এছাড়া ঢাকায়ও ঘুরে বেড়াচ্ছেন তিনি৷ সূত্র বলছে, নগরে বিলাসী বাসা নিয়ে থাকছেন এই ছাত্রলীগ নেতা। তবে তার রয়েছে বিপুল সম্পত্তি৷ ৫ আগস্টের পর তিনি স্ত্রীকে নিয়ে কক্সবাজার ছাড়েন৷ এরপর সরাসরি চট্টগ্রামের ফ্ল্যাটে ওঠেন৷ তবে কক্সবাজার ছাড়লেও কতিপয় কয়েকজন নেতাদের মাধ্যমে তার ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন৷

মুনাফ সিকদার (৩২) শহরের পেশকার পাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে (৩২)৷ ২০২১ সালের ২৯ অক্টোবর কলাতলী সুগন্ধা পয়েন্টে দুর্বৃত্তের গুলিতে আহত হন মুনাফ সিকদার। ওই সময় সুগন্ধা পয়েন্টে ২০০ কোটি টাকার সরকারি সম্পত্তি দখল করতে যান তিনি। তার সাথে জড়িত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ওবাইদুল হাসান। তারা একটি চক্র মিলে জাল কাগজ বানিয়ে ২০০ কোটি টাকা মূল্যের ৩০ শতক সরকারি জমি দখল করে। ক্ষমতার অপব্যবহার করে ওই জায়গাটিতে ১২২টি দোকান তৈরি করে তারা। ওই জমিতে ভাগ বসায় তৎকালীন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এতে দুই পক্ষের দ্বন্দ্বে গুলিবিদ্ধ হন মুনাফ।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে হুকুমদাতা হিসেবে মেয়র মুজিবুর রহমানকে প্রধান অভিযুক্ত করে এজাহারনামীয় আট জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করে আহতের পরিবার।

এছাড়াও মুনাফের বিয়ে কাণ্ড নিয়েও আছে নানা সমালোচনা। দীর্ঘ দিন অবৈধ সম্পর্কের পর ২০২৩ সালের ১৯ জুলাই ধরা পড়েন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগ নেতা মুনাফ সিকদার। ১৯ জুলাই সকালে প্রেমিকার ঘরে জনতার হাতে আটকের পর পুলিশের সহায়তায় কাজী ডেকে দুইজনের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি তখন টক অফ দ্যা ডিস্ট্রিক্ট ছিল।

ওই নারীটির পরিবার তখন জানিয়েছিল, “দীর্ঘদিন ধরে মুনাফ সিকদার আমাদের মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ মেলামেশা করে আসছে। কিন্তু বিয়ে করেনি।

ওই নারী সেসময় বলেন, “মুনাফ আমাকে বিয়ের কথা বলে দীর্ঘ ৮ বছর ধরে রীতিমতো আমার সাথে অবৈধ সম্পর্ক গড়ে আসছে। এর মধ্যে মুনাফ অন্য এক মেয়ের সাথে বিয়ের কথা পাকাপোক্ত করেছে। এরপরো আমাকে জোরপূর্বক অপব্যবহার করে আসছে। আমি সমাজে মুখ দেখাতে পারছি না।”

পেশকারপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আবু আহমদ বলেছিলেন, “মুনাফের দীর্ঘ ৮ বছরের যে সম্পর্ক তা অবৈধভাবে হয়ে আসছে। এ ব্যাপারে আগেও একবার সামাজিকভাবে বিয়ের আশ্বাস দিলেও মুনাফ তা আজ পর্যন্ত করেনি। তাই সমাজ কমিটির সকলে তাকে হাতেনাতে ধরে কাজী ডেকে তার বিয়ের মাধ্যমে অবৈধ সম্পর্কের বৈধতা তৈরি করছি।”

এদিকে মুনাফেক গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন কক্সবাজার বিএনপি ও জামায়াতের নেতারা। তারা বলছেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ও যুবলীগের এই নেতা এমন কোন অপকর্ম নাই করেনি৷ তাকে গ্রেপ্তার করা উচিত। তার অত্যাচারে জামায়াত ও বিএনপির কেউ বাড়িতে টিকতে পারেনি৷ ক্ষমতার কেন্দ্রে ছিল মুনাফ৷ তাছাড়া জুলাই আন্দোলনের বিরুদ্ধে তার তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

ফেসবুক থেকে জানা যায়, মুনাফা সিকদার বউ নিয়ে বিলাসিতা করলেও প্রতিদিন তার আইডিতে সরকারকে হুমকি দিচ্ছে। চালাচ্ছেন নানাপ্রকার গুজবও।

Tags :

সর্বশেষ