নোয়াখালী প্রতিনীধি:
নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারে ব্যাপক সাড়া ফেলেছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে জনতার ঢল নামে।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের নেতৃত্বে জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। স্লোগান, ব্যানার ও প্রচারণার মধ্য দিয়ে এলাকা মুখরিত হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত এক বিশাল জনসমাবেশে পরিণত হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন—জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির উদ্দিন পারভেজ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফিন আলী প্রমুখ।
কর্মসূচিতে বক্তৃতাকালে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা হলো আগামীর রাষ্ট্র পরিচালনার রূপরেখা। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তার ফলেই এদেশের মানুষ আজ পরিবর্তনের পথে ঐক্যবদ্ধ।”
তিনি আরও বলেন, “জনগণ ইতোমধ্যেই ৩১ দফাকে সমর্থন জানিয়েছে। হাতিয়ার মানুষও সেই আহ্বানে সাড়া দিয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।”
চট্টগ্রাম বুলেটিন/ইএএম