চট্টগ্রাম বুলেটিন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সীতাকুণ্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে সীতাকুণ্ড উপজেলা বিএনপি।

শুক্রবার বিকালে বাড়বকুণ্ড স্কুল মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল করিম, সদস্য সচিব সাহাব উদ্দিন রাজু, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আওরঙ্গজেব মোস্তফা, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. ইলিয়াছসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাড়বকুণ্ড জামে মসজিদের খতিব আবদুল রহমান এবং সভাপতিত্ব করেন দাঁড়ালিয়া জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ নিজামী। বক্তারা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধ্যায় তুলে ধরে তার অবদানের কথা আলোচনা করেন। তারা বলেন, খালেদা জিয়া কোনো দলের নয় তিনি এখন পুরো দেশের নেত্রী, জাতীয় নেত্রী।

Tags :

সর্বশেষ