চট্টগ্রাম বুলেটিন

ধৈর্যের সাথে হাইকমান্ডের নির্দেশনা মানার আহ্বান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের

বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে মাঠে-ঘাটে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল সবচেয়ে বেশি সহিংসতা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম-৪ আসনে। এদিন সন্ধ্যা থেকে লায়ন আসলাম চৌধুরীর সমর্থকরা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে ১২ টি পয়েন্টে আগিন দিয়ে সড়কে টানা ৬ ঘন্টা বিক্ষোভ করে।

এদিকে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সন্দ্বীপে সংসদ সদস্য প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন৷ তিনি বলেন, ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করে দলের হাইকমান্ডের নির্দেশনা মানতে হবে৷ তাই সবাইকে আহ্বান জানাচ্ছি শান্ত থাকার। দল যেই সিদ্ধান্ত দেবে সেটি আমরা মেনে নেব।

মঙ্গলবার বিষয়টি নিয়ে তার ফেসবুকে এক পোস্ট দিয়ে বেলায়েত হোসেন লিখেন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়ন সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের সবাইকে জানাতে চাই— দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। দল এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। ততক্ষণ আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে।

তিনি আরও লিখেন, আমাদের দলের শক্তি আমাদের ঐক্যে। বিভাজন নয়, একতার মধ্যেই আমাদের জয়। তাই আমি সকল নেতাকর্মীদের শান্ত থাকার এবং ধৈর্য্য ধারণ করার আহ্বান জানাচ্ছি। আপনাদের প্রত্যেকের দায়িত্ব হলো দলের নীতি, আদর্শ ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা। আমরা যারা বিএনপির সঙ্গে আছি, আমাদের লক্ষ্য হলো দেশের জন্য ও দলের জন্য দৃঢ় অবস্থান রাখা। এই কঠিন সময়ে আমাদের একসাথে থাকা, দলকে শক্তিশালী রাখা এবং প্রতিটি পদক্ষেপে দলকে সর্বোচ্চ সমর্থন দেওয়া অপরিহার্য।

একসাথে থাকলেই আমরা দৃঢ় ও অটল। সবার সহযোগিতা ও একতা আমাদের শক্তি, আমাদের গর্ব।আমি বিশ্বাস করি, আমাদের ঐক্য ও ধৈর্য্য দেশের ও দলের জন্য নতুন শক্তির দ্বার উন্মুক্ত করবে। ধৈর্য্য রাখুন, শান্ত থাকুন, এবং দলের প্রতি আস্থা রাখুন।আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ

 

Tags :

সর্বশেষ