চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনকে দল থেকে বহিস্কার করা হয়েছে৷ একইসাথে তাদেরকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়৷
মঙ্গলবার রাত ৮টায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়৷ এতে জানানো হয়, অতিশীঘ্রই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে৷ নুরুল আমিন চেয়ারম্যান, গাজী নিজাম উদ্দিনসহ উপজেলা বিএনপি ও যুবদলের ৫ জন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এরা হলেন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিন। তাদেরকেও দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় আদর্শের বাইরে গিয়ে শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত, হানাহানি, দলের ভেতরে কোন্দল জিইয়ে রাখার অভিযোগ রয়েছে বলে জানানো হয়।
এদিকে বহিস্কারের জেরে মিরসরাইয়ে রাতে মিছিল করেছে তাদের অনুসারীরা। উল্লেখ্য, উত্তর জেলা বিএনপিতে তিনটি গ্রুপ সক্রিয় রয়েছে৷ এসব গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের গ্রুপ বেশি বিরোধে জোড়ায়। আজ মঙ্গলবারও রাউজানে গোলাম আকবর খন্দকারের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে আকবরসহ ১৫ জন আহত হয়েছেন। নেতাকর্মীরা তাকে ঢাল হয়ে কোনমতে রক্ষা করে৷ এ ঘটনায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে গোলাম আকবর খন্দকার দায়ি করলেও তিনি অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন। অপরদিকে শুধু উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়নি। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে।