চট্টগ্রাম বুলেটিন

আগুনে কি নমিনেশন ফিরবে প্রশ্ন চাকসু এজিএসের

সড়কের টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে নমিনেশন ফিরবে কিনা প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এজিএস পদে বিজয়ী আইয়ুবুর রহমান তৌফিক।

সোমবার রাতে তার ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন। এটি তিনি লিখেন, ফেরাটা খুব জরুরী কিন্তু পথে এত বাঁধা। টায়ারে আগুনে নমিনেশন ফিরবে কিনা জানিনা, কিন্তু মানুষের খুব কষ্ট হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকার ভাটিয়ারী সম্পূর্ণ বন্ধ। ট্রেন ছাড়া ফেরার কোন বিকল্প নেই।

ধারণা করা হচ্ছে চাকসু এজিএস তৌফিক বাড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পথে ফিরছিলেন। তবে সোমবার লায়ন আসলাম চৌধুরীকে চট্টগ্রাম ৪ আসনে মনোনয়ন না দেয়ার ঘটনায় সড়ক ও রেলপথ অবরোধ করে নেতাকর্মীরা। মহাসড়ক ও রেলপথের অন্তত ১২ টি পয়েন্টে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে হাজার হাজার নেতাকর্মী। এমনকি রেললাইনে বড় বড় গাছের গুডি ফেলে ও গাছ কেটে ট্রেন আটকে দেয়া হয়। এর প্রভাব পড়ে রাত একটা নাগাদ। তীব্র যানজটে ভোগান্তি পোহাতে থাকেন লক্ষাধিক মানুষ। সীতাকুণ্ডে নাসিরাবাদ ও চট্টলা এক্সপ্রেস এবং বটতলী রেলওয়ে স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে৷ রাত ১১টায় সীতাকুণ্ড থেকে পরীক্ষামূলকভাবে ময়মনসিংহ থেকে সোমবার ভোরে ছেড়ে আসা নাসিরাবাদকে ছাড়া হলেও কুমিরায় ফেলা গাছে ট্রেনটি আটকে যায়৷ অন্যদিকে বড় দারোগারহাট থেকে নগরের বড়পোল পর্যন্ত গড়িয়ে যায় মহাসড়কের যানজট।

Tags :

সর্বশেষ