চট্টগ্রাম বুলেটিন

ওসমান হাদিকে গুলির ঘটনায় চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলির ঘটনায় চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ মিছিল চট্টগ্রাম ব্যুরো: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলির ঘটনায় চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার রাত নয়টায় নগরের চন্দনপুরা এক্সেস রোড় থেকে মহানগরী উত্তর শাখা শিবিরের নেতাকর্মীরা মিছিল শুরু করে। এর আগে রাত আটটায় নগরের দেওয়াহাট এলাকা থেকে আগ্রাবাদ পর্যন্ত আরেকটি বিক্ষোভ মিছিল বের করে মহানগরী দক্ষিণ শিবিরের নেতাকর্মীরা। এতে হাজার হাজার শিবির কর্মী অংশ নেন৷  এসময় শিবির নেতারা ওসমান হাদির উপর যারা গুলি করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সরেজমিনে দেখা যায়, রাত নয়টায় নগরের চন্দনপুরা এক্সেস রোড় থেকে মিছিলটি শুরু হয়ে নগরের মুরাদপুর মোড়ে এসে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর উত্তর শিবিরের সভাপতি তানজীর হোসেন জুয়েলসহ উত্তর শাখা শিবিরের নেতারা।

এসময় মহানগর শিবিরের সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ওসমান হাদির উপর হামলা কারা হামলা করেছে সেটি দেশের মানুষের কাছে স্পষ্ট। তাদেরকে আইনের আওতায় আনা না হলে পুরো দেশে আগুন জ্বলবে। জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে থাকার কারণে৷ ওসমান হাদিকেও গুলি করা হয়েছে একই কারণে৷ এটি আওয়ামী লীগ ও ভারতের কিলিং মিশন৷ তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা ভাবছেন, ওসমান হাদির উপর গুলি করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করা যাবে না। শতশত হাদি এখন প্রস্তুত হয়ে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য। অতিদ্রুত হাদির উপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে বাংলাদেশের ১৬ কোটি মানুষ আইন হাতে তুলে নেবে। যার চরম মূল্য দিতেহ হবে প্রশাসনকে।

সমাবেশে শিবির নেতারা বলেন, অনেকে এখন হাদির উপর গুলির ঘটনাকে নাটক হিসেবে উপস্থাপন করছে। তারা হলো নব্য ফ্যাসিবাদ, তাদের চাঁদাবাজিতে অতিষ্ট পুরো দেশবাসী। বর্তমান সরকার রাজনৈতিক দলের নেতা দূরে থাক প্রার্থী, ভোটার কারো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেনি। তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই পরিবেশে কোন নির্বাচন হতে পারে না। নির্বাচন কমিশন যেই সুর্ষ্ঠু পরিবেশের কথা বলছে সেটি শুধু কথার কথা।

এদিকে নগরের দেওয়ানহাটে বিশাল বিক্ষোভ মিছিল করেছে মহানগরী দক্ষিণ শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি দেওয়ানহাট থেকে শুরু হয়ে আগ্রাবাদে গিয়ে শেষ হয়৷ এতে দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম, চট্টগ্রাম-১০ আসনে জামায়াতের সংসদ সদস্য শামসুজ্জামান হেলালীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tags :

সর্বশেষ