চট্টগ্রাম বুলেটিন

চসিক একুশে পদক পেলেন জাহিদুল করিম কচি

 

আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচিসহ ১৪ জন গুণী ব্যক্তিকে একুশে স্মারক সম্মাননা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চলা অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। এসময় জাহিদুল করিম কচিকে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

তিনি এ বছর সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও সিডিএ’র বোর্ড সদস্য। ৫০ বছরের বেশি সময় ধরে তিনি বীর চট্টলায় সাংবাদিকতা করছেন। সাংবাদিকতায় দেশ-বিদেশে তার রয়েছে খ্যাতি।

একুশে পদকপ্রাপ্ত বাকিরা হলেন- ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় অধ্যাপক সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় কামরুন মালেক, সংগীতে নকীব খান ও ক্রীড়ায় তামিম ইকবাল খান।

এছাড়া সাহিত্যে অধ্যাপক আসহাব উদ্দিন চৌধুরী (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় অধ্যাপক সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসা সাহিত্যে অধ্যাপক প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান ও অনুবাদে ফারজানা রহমান শিমু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে যদি পাহাড় চলে যায়, তাহলে কীভাবে বর্ণনা করবেন? আমাদের পাহাড়, সমুদ্র ও সিআরবি আছে। এগুলো যদি চলে যায়, তাহলে চট্টগ্রামের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে।’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

আ.লীগের বিরুদ্ধে কলম চালিয়েছেন জাহিদুল করিম কচি

দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে নির্ভীকভাবে লিখে গেছেন সাংবাদিক জাহিদুল করিম কচি। আপসহীন মনোবল আর সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। সত্যের পথ থেকে বিচ্যুত না হয়ে সব বাধা-বিপত্তি অতিক্রম করে দেশ ও জাতির পক্ষে কলম চালিয়ে গেছেন নিরলসভাবে। তার এই অর্জন কেবল তার ব্যক্তিগত নয়। বরং এটি মুক্তচিন্তা, নিরপেক্ষ সাংবাদিকতা এবং নির্যাতিতের পক্ষে সোচ্চার থাকার এক অনন্য স্বীকৃতি

Tags :

সর্বশেষ