বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরী বলেছেন, যিনি মূল্যায়ন করবেন তা তো অবশ্যই জনগণের পালস বুঝতে হবে। জনগণের প্রত্যাশা কি সেটা বুঝতে হবে। আর কেউ যদি জনগণের পালস বুঝতে না চান, জনগণের প্রত্যাশার সাথে বেইমানি করেন, তাহলে শেষ ফলাফল কি হয় সেটি দেখতে হবে।
বুধবার টেলিভিশন চ্যানেল স্টার নিউজকে দিয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সীতাকুণ্ডের জনগণ আমার সাথে আছে। তাই আমি মনে করি মনোনয়নও কোন বিষয়গুলো যথাসময়ে ঠিক হয়ে যাবে। আমি নির্বাচন করব সেটা একদম পরিস্কার। ত্রয়োদশ সংসদ নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, আমাকে যদি আল্লাহ সুস্থ রাখে আমি নির্বাচন করব ইনশাল্লাহ। সবার আবেগের জায়গা থেকে একটা জিনিস যখন চাওয়া হয় আর যখন সেটা হয় না তখন প্রতিক্রিয়া-প্রতিবাদ আসে। এটা স্বাভাবিক।
আমি সীতাকুণ্ডের মানুষের সাথে আছি। আমি বিশ্বাস করি সীতাকুণ্ডের মানুষ আমি যেই অবস্থায় থাকি না কেন তারা আমার সাথে থাকবে। নির্ভয়ে আম কাজ করছি। আমার গত ১৭ বছরে সব শেষ হয়ে গেছে। আমি যখন সাড়ে আট বছর পর জেল থেকৈ বের হই তখন আমার সব ব্যবসা অগোছালো। যার কারণে আমি বর্তমানে কোথাও তেমন এক্টিভ না। আমার কোন প্রতিক্রিয়া নেই। এসব কারণে অনেকের ভুল বুঝাবুঝি হতে পারে। আমি পরিবারের মধ্যে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড করতেছি। পুরো উত্তর চট্টগ্রামে আমি কাজ করছি।
তবে আমি বিশ্বাস করি জনগণের আস্থার প্রতি সবাই সম্মান রাখবে। জনগণের বিশ্বাসের প্রতি কেউ আঘাত দিবে না। আর যদি কেউ জনগণের বিশ্বাসের সাথে প্রতারণা করতে চাই তাহলে জনগণের জবাবের মাধ্যমে সেটির প্রতিফলন হবে।
মনোনয়নের বিষয়ে এখনও অনেক সময় আছে। তফসিল ঘোষণার আগে এসব আলোচিত বিষয় না। আগে তফসিল ঘোষণা হলে তারপর এগুলো আলোচিত বিষয়। এর আগে অনেকের নাম আসবে, যাবে। ২০০৬ সালে আমাকে একবার কনফার্ম করল। আবার আরেকজনকে কনফার্ম করল। আবার শেষ মুহুর্তে আমাকে কনফার্ম করল। এগুলো আমার অভিজ্ঞতা আছে, ধৈয্য শক্তি এবং আস্থাও আছে। আমরাতো কাজ করে যাই জনগণের জন্য। যেই মূল্যায়ন করুক সে জনগণের পালস কোনদিকে সেটা বুঝতে হবে। ফাইনালি জনগণের পালস যেদিকে সেটাকে বিবেচনা করেই মনোনয়ন দিতে হবে। ধানের শীষের উপর আস্থা। আমার অনেক বিষয়ে অনেক কনফিডেন্স আলহামদুল্লিাহ। কোথায় কখন কি ঘটেছে সেটা বিষয় না। পেছনে যেতে যাই না। শেষে ফলাফল কি সেটাই দেখার বিষয়। সেজন্য আমি কোন বিরুপ প্রতিক্রিয়া করিনা।