চট্টগ্রাম বুলেটিন

ধানের শীষের বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: এরশাদ উল্লাহ

চট্টগ্র্রাম-৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্ববান জানিয়েছেন। উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান ।

গত শনিবার (৬ই ডিসেম্বর) বিকালে নগরীর চান্দগাঁওয়ে তাঁর নিজ বাড়ি সংলগ্ন পার্টি অফিসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এসময় তিনি বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপির বিরুদ্ধে বিশেষ মহল অপপ্রচার করে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বর্তমানেও শত ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না, এটি অসম্ভব। বিএনপি এ দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছে। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই যে কোন শক্তি যেন আমাদের কোন ক্ষতি না করতে পারে সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তবেই আমাদের বিজয় অর্জন করতে সহজ হবে ইনশাআল্লাহ।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শওকত আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য, মো. ইসহাক চৌধুরী

এতে আরও উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. হামিদুল হক মান্নান, সাবেক সদস্য সচিব মো. আজগর, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন, মো. শহীদুল্লাহ চৌধুরী, সারোয়ার আলমগীর, নুরুল করিম নুরু, জয়নাল সিকদার, এস এম সেলিম, এস এম তারেক, ওয়াহিদুল আলম, কফিল উদ্দিন, আবুল বশর চৌধুরী, মো. ইউসুফ, মোহাম্মদ কফিল, মো. শওকত প্রমুখ।

Tags :

সর্বশেষ