ধানের শীষ আপনাদেরই থাকবে, আমারই থাকবে। সীতাকুণ্ডের মানুষেরই থাকবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী।
বুধবার রাজধানী ঢাকা থেকে ফিরে নিজ বাসভবনের সামনে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিমকালে তিনি এ কথা বলেন। এর আগে গতকাল রাতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বলে জানা গেছে। এদিকে বুধবার বিকালে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে দেখা করেন উপজেলা বিএনপির নেতারা।
আসলাম চৌধুরী বলেন, কাজী সালাউদ্দিনও আমাদের ভাই। সে হয়তো যেকোন কারণে সেখানে গিয়েছে। এটা নিয়ে কোন বিতর্ক করার দরকার নেই। সেও এখানে আসবে। আপনারা দেখবেন। কিন্তু তাকে কুটুক্তি করে কোন কথা আপনারা বলবেন না। কোন অতি রঞ্জিত পোষ্টও দিবেন না। শালীনতা, শিষ্টাচার বজায় রাখবেন।
তিনি আরও বলেন, কোন বিশৃঙ্খলা করা যাবে না। যদি ভবিষ্যতে কোন বিশৃঙ্খলা হয় তাহলে সেটি তখন দেখা যাবে। সাবধানে চলাফেরা করতে হবে। অযথা বিশ্রী কথা বলে সহিংসা করবেন না, উস্কানি মূলক পোষ্ট দেবেন না্। সীতাকুণ্ডের মানুষের সাথে আমার অন্তর মিশে আছে। আপনাদের অন্তরও আমার সাথে মিশে আছে। আপনারা যেই ভালোবাসা দেখাচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এতো সম্মানিত করেছেন আমাকে সেজন্য আবারও কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হলাম। আমাদের এই চোখাচোখির ভালোবাসা আরও বাড়ুক। সীতাকুণ্ডের মানুষের জন্য চট্টগ্রামের মানুষের উন্নয়নের জন্য , বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য যতো রকম পলিসি ম্যাক করা দরকার করব ইনশাল্লাহ। সামর্থ থাকলেই সবসময় সবকিছু হয়না। ভালোবাসা হৃদয়ের অবিরাম।