নতুন বাংলাদেশে আমার বাবা গোলাম আকবর খন্দকারের উপর এমন নৃশংস হামলা হবে কখনও ভাবিনি৷ ভেবেছিলাম ৫ আগস্টের পর মানুষের চিন্তা ভাবনা বদলাবে৷ কিন্তুু অত্যন্ত পরিতাপের বিষয় কিছু মানুষের ভাবনা আসলেই বদলায়নি৷ তারা সহিংস রাজনীতি আর আধিপত্যের রাজনীতি করেই যাচ্ছে৷ আজকে আমাকে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে৷ আমাদের অনেক নেতাকর্মী আহত ও রক্তাক্ত৷
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ফেসবুকে লাইভে এসে এসব কথা বলেন উত্তর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের ছেলে তারেক আকবর খন্দকার। এসময় আরও বলেন, আমরা এখনও ক্ষমতায় আসিনি৷ তাহলে আমাদের এতো ক্ষমতার মোহ কেন? রাউজানে আমার বাবা কখনও সহিংস রাজনীতি করেনি৷ আমার বাবার কারণে কখনও কারো মায়ের বুক খালি হয়নি৷ কিন্তুু গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সহিংসতা, ক্ষমতার মোহে গেল ১ বছরে ১৩ জন খুন হয়েছেন৷ দু:সময়ে আপনি দুবাই পলাতক ছিলেন। আর এখন দেশে এসে ক্ষমতা দেখাচ্ছেন৷ আমার বাবা শুধু দলীয় সহকর্মীর কবর জিয়ারত করতে যাচ্ছিলেন৷ তাহলে কেন তার উপর এই জঘন্য হামলা।
এসময় তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ক্ষমতার মোহে যারা রাজনীতি করে তাদেরকে বর্জনের আহ্বান জানান৷ তিনি বলেন, এমন ব্যক্তি যেকোন দলের জন্য ক্ষতিকর৷