বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের উৎসাহ দিতে দুপুরে বিনামূল্যে টিফিন ও শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি৷ শুধু তাই নয় ভালো ফলাফল করতে পারলে সবাইকে পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি। আর এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসায় ভাসছেন তিনি৷
এ ঘটনা চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট উচ্চ বিদ্যালয়ে৷ মঙ্গলবার এক অনুষ্ঠানে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি, তরুণ সমাজসেবক ও শিক্ষাবিদ আলাউদ্দিন রুবেল এই ঘোষণা দেন৷ তিনি বলেন, যেকোন প্রকারে ভালো ফলাফল করতে হবে৷ আমি সংশ্লিষ্ট সবাইকে পুরস্কৃত করব। বিশেষ করে মাধ্যমিকে তাক লাগানো ফলাফল চাই আমি৷ আমি চাই বিদ্যালয়ের ভাবমূর্তি ফিরিয়ে আনি৷ গ্রামের স্কুল বলে সবাই অবহেলা করে৷ কিন্তুু আমরা ফলাফল দিয়ে দেখিয়ে দিতে চাই৷ আমি বিশ্বাস করি আমাদের ছাত্র-ছাত্রীরা পারবে৷ আমি চাই শিক্ষার্থীরা দুপুরে বিরতিতে বাড়ি গিয়ে সময় নষ্ট না করুক৷ দুপুরে তাদের জন্য আমি ব্যক্তিগত খরচে টিফিন দেব৷ এটার ব্যবস্থা হবে শীঘ্রই। আর শিক্ষকদের ভাতা দেব তাদের অতিরিক্ত নজরদারিতে রাখার জন্য৷ আপনাদের কাছে অনুরোধ প্লিজ এটা করুন৷ আমার নয়, স্কুলের স্বার্থে৷
এদিকে তার ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। তারা বলছেন, এর আগে কোন সভাপতি এমন উদ্যোগ নেয়নি। তাছাড়া বিদ্যালয়টি বরাবরই অবহেলায় ছিলো৷
মোহাম্মদ আনোয়ার নামে একজন অভিভাবক বলেন, আমাদের এলাকায় বেশিরভাগ মানুষ হতদরিদ্র৷ কারো সন্তানকে দুপুরে খাওয়ানোর স্বামর্থও নেই৷ আলাউদ্দিন রুবেল যে উদ্যোগ নিয়েছেন তা নি:সন্দেহে প্রশংসনীয় এবং মানবিক উদ্যোগ৷
দশম শ্রেণির শিক্ষার্থী হাসান সোহান জানান, আমরা দুপুরে খেতে বাড়ি যেতে হয়। এতে সময় নষ্ট হয়৷ না খেতে পারলে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না৷ সভাপতি সাহেবের এমন ঘোষণা আমাদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে পড়াশোনায়৷ আমরা পরিশ্রম দিয়ে এর দাম দিবো ইনশাআল্লাহ৷