ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ,
আগুন দিয়ে শতশত নেতাকর্মীদের বিক্ষোভ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়াকে ঘিরে সংসদীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সন্ধ্যা সাতটার থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার ভাটিয়ারী, জলিল গেট, বায়েজিদ লিংক রোড, বাঁশবাড়িয়া, কুমিরা, সীতাকুণ্ড পৌরসভা, বাড়বকুণ্ড, বড় দারোগারহাট এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথে আগুন জালিয়ে বিক্ষোভ শুরু করে। এছাড়াও রেলপথে গাছ কেটে ও গাছের গুড়ি ফেলে অবরোধ দেয় কর্মীরা।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন ঘোষণায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবরশাহ আংশিক) আসনে আসলাম চৌধুরীর নাম পাওয়া যায়নি, এতে মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন।মনোনয়ন ঘোষণার পরপরই সীতাকুণ্ড উপজেলা উত্তপ্ত হয়ে উঠে।
জানা যায়, সন্ধ্যার পর পরই কয়েক হাজার নেতাকর্মী সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন এবং টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ শুরু করেন। একাধিক ভিডিওতে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। এসময় তারা আসলাম চৌধুরীর পক্ষে স্লোগান দিতে থাকে৷ এসময় উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন শতশত যাত্রী৷ রাজপথে দেখা যায়, জহুরুল আলম জহুর, মোহাম্মদ মোরসালিন, রোকন মেম্বারসহ বেশ কয়েকজন নেতাকে।
এছাড়াও রেলপথে ভাটিয়ারী, কুমিরা, সীতাকুণ্ড পৌরসভা, বাঁশবাড়িয়া এলাকায় আগুন দিয়েছে নেতাকর্মীরা৷ এতে ট্রেনের কয়েকটি শিডিউলে বিপর্যয় ঘটেছে। সীতাকুণ্ড পৌরসদরে দুটি ট্রেন আটকে পড়েছে। অন্যদিকে নগরের বটতলী রেলওয়ে স্টেশনেও বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। রাত এগারোটার পর অবরোধ তুলে নেয় বিএনপি নেতাকর্মীরা। রাত আটটার ট্রেন ছাড়ে ১২টায়৷ মহাসড়কে শতশত যানবাহন আটকে পড়ে।
উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, “আসলাম চৌধুরী দীর্ঘ নয় বছর কারাগারে ছিলেন, দলের জন্য অনেক ত্যাগ করেছেন। তার মতো নেতা কমই আছে দলের৷ সীতাকুণ্ড অর্থাৎ চট্টগ্রাম-৪ আসনে তার কোন বিকল্প নেই। অথচ ভুল সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হয়েছে কাজী সালাউদ্দিনকে। তিনি আরও বলেন, দলের হাইকমান্ড, চেয়ারপারসন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দ্রুত এ বিষয়ে পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক জানান, রেলপথে ৭-৮ টি পয়েন্টে আগিন দেওয়া হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা কাজ করছি৷