চট্টগ্রাম বুলেটিন

মানবতার বার্তা পৌঁছে দিয়ে সম্মাননা অর্জন করলেন লায়ন এডভোকেট লাভলু

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত “SHARE & CARE: যত্নের ছায়া ছড়ায় মায়া” শ্লোগানভিত্তিক মাসিক বুলেটিনের সমাপনী অনুষ্ঠানে লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুকে তার সৃজনশীল লেখনী ও মানবিক চেতনার বহিঃপ্রকাশের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

 

শনিবার (২১ জুন) রাতে জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ এ বিশেষ সম্মাননা তার হাতে তুলে দেন।

পুরস্কারপ্রাপ্ত নিবন্ধ “SHARE & CARE: যত্নের ছায়া ছড়ায় মায়া”-তে লেখক মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের বার্তাকে সুস্পষ্টভাবে তুলে ধরেন, যা এবারের সেবাবর্ষের মূল থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন-এর হালিমা রোকেয়া হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসিক বুলেটিনের চেয়ারম্যান ও সম্পাদক লায়ন উত্তম কুমার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুলেটিন বার্তা বিভাগের প্রধান ও কমিটির সদস্য সচিব লায়ন আশিকুল আলম আশিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, (এমজেএফ)। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ-এর প্রথম ডিসট্রিক গভর্নর (ইলেক্ট) ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ট্রাস্ট বাংলাদেশ-এর ভাইস চেয়ারম্যান লায়ন কামরুজ্জামান লিটন, এমজেএফ।

লায়ন এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু বর্তমানে জেলা ৩১৫ বি-৪ এর জোন চেয়ারপারসন (Concern) এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই-এর মেম্বারশীপ চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি একাধারে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি),
দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান,
এবং জাতীয় দৈনিক ‘বায়ান্ন’-এর আইন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি তিনি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন। পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন , “পুরস্কার পেতে সবারই ভালো লাগে। কিন্তু যখন সেই পুরস্কার নিজের লেখা, চিন্তা ও মানবিক বিশ্বাসের জন্য আসে, তখন সেটি হয়ে ওঠে আরও গর্বের। এই সম্মান আমাকে মানবতার পথে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস-এর নেতৃবৃন্দ, বিশিষ্ট সদস্যবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সমাজের নানা শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সমগ্র আয়োজনজুড়ে ছিল মানবসেবা, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের স্পষ্ট বার্তা, যা “SHARE & CARE” থিমের বাস্তব রূপায়ণে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Tags :

সর্বশেষ