চট্টগ্রাম বুলেটিন

মিরসরাইয়ে বহিস্কৃত নেতাদের জন্য মিছিল, পরীক্ষা ও পাঠদানে ব্যাঘাত

চট্টগ্রামের মিরসরাইয়ে আলীম পরীক্ষা ও স্কুলের ক্লাস চলাকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও যুবদল থেকে বহিষ্কৃত পাঁচ নেতার অনুসারীরা। গতকাল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আদেশে বিএনপি’র দুই নেতাকে ও যুবদলের পৃথক আদেশে ৩ জনকে বহিষ্কার করা হলে সেই বহিষ্কারের প্রতিবাদে  গতকাল রাতেই মিরসরাই পৌরসভা ও বারিয়ারহাট পৌরসভায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপির একাংশ।

তবে বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারও মিছিল করে তারা। মিছিলটি মহাসড়কের সাবেক এমপি জিন্নাহ বাড়ী থেকে বনফুল লতিফিয়া মাদরাসা,  থানার সামনে থেকে বালিকা বিদ্যালয় গেইট প্রদক্ষিণ করে  উপজেলা চত্ত্বরে গিয়ে সমাবেশ করে নেতাকর্মীরা। পুরো মিছিল  মাইকের উচ্চ শব্দে শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল। মিছিলের পাশেই লতিফিয়া কামিল মাদরাসার আলীম পরীক্ষা চলছিল।সেখানে আলীম পরীক্ষার্থী ছিল ২৭৯ জন। তারা অর্থনীতি পৌরনীতি বিষয়ে পরীক্ষা দিচ্ছিল৷ এছাড়াও মিরসরাই কলেজে এইচএসসি পরীক্ষাও ছিল৷ মিছিলে সৃষ্ট শব্দ দূষণে মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসার অভিভাবকরা দারুণ নাখোশ হয়েছে।

রাস্তার পাশে রয়েছে মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ টি ক্লাস রুম। উচ্চ কন্ঠে বক্তব্য ও শ্লোগানের ফলে পাঠদানের ব্যাঘাত ঘটেছে৷

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, পাঠদান ও পরীক্ষা উপেক্ষা করে রাজনৈতিক কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়৷ ছেলে মেয়েদের পড়াশোনাকে যারা পাত্তা দিবে না তারা জনগণের পালস বুঝবে কি করে?

তৌকির উদ্দিন নামে একজন ছাত্র জানান, এতো জোরে শব্দ হচ্ছিল এক ঘন্টার বেশি ধরে যে আমাদের ক্লাস স্থগিত হয়। আমরা পড়তে পারছিলাম না৷ রাজনৈতিক দলের নেতাদের বুঝা উচিত বাইরে শব্দ হলে আমাদের ব্যাঘাত ঘটে৷ আমাদের বিদ্যালয়তো পাহাড়ে নয় যে কোন শব্দ হবে না৷

 

মাহমুদা বেগম নামে আরেক ছাত্রী জানান, শব্দ দূষণ খুবই ক্ষতিকর৷ তার মধ্যে ক্লাস চলাকালীন ও পরীক্ষার হলের পাশে এমন হওয়াটা আশা করিনা৷ দলগুলোর কাজ চলবে তাতে আমাদের আপত্তি নাই। আমার বাবাও রাজনীতি করেন৷ সভা-সমাবেশ এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে দেওয়া দরকার৷ এগুলো বিদ্যালয়ের মাঠে দেওয়া অনুচিত। তাহলে নতুন বাংলাদেশ হলো কই? আওয়ামী লীগ এভাবে শিক্ষাকে ধ্বংস করে শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ ও দলের কাজে ব্যবহার করেছে।

 

 

Tags :

সর্বশেষ