চট্টগ্রাম বুলেটিন

মিস্টি নিয়ে ৯ বছর পর শ্বশুর বাড়ি সন্দ্বীপে বিএনপি নেতা আসলাম চৌধুরী

দীর্ঘ নয় বছর পর শ্বশুর বাড়ি চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে সফর করছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বর্তমানে চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী৷ শনিবার সকাল সাতটায় তিনি গাড়িবহরসহ ফেরী যোগে কুমিরা হয়ে গুপ্তছড়া ঘাটে পৌঁছান৷ এসময় তাকে শতশত নেতাকর্মীরা তাকে বরণ করে নেন৷

জানা যায়, সন্দ্বীপে জেএএম সংস্থা আয়োজিত মেধাবৃত্তির আয়োজন করেছেন আসলাম চৌধুরী। দীর্ঘ দিন তিনি তার বাবা গোলাম হোসেন এর নামে এই শিক্ষাবৃত্তি চালিয়ে আসছেন৷ কারাগার থেকে মুক্ত আবারও সমাজ সেবায় ডুব দেন আসলাম চৌধুরী। তারই অংশ হিসেবে সারাদেশে কার্যক্রম শুরু করেছে জেএএম সংস্থা। আজ শনিবার সন্দ্বীপের বিভিন্ন স্কুলে এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী৷ এই বৃত্তি পরীক্ষা পরিদর্শনকে ঘিরে তিনি সন্দ্বীপে নানা কার্যক্রমে অংশ নিয়েছেন৷

শনিবার ভোরে তিনি ফেরী যোগে রওয়ানা হন৷ এরপর গুপ্তছড়া ঘাটে পৌঁছালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আসলাম চৌধুরীকে বরণ করেন৷ এসময় শতশত মোটরসাইকেল শোডাউনে তাকে স্বাগত জানানো হয়৷ পরে তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে বৃত্তির সার্বিক বিষয় তদারকি করেন।

এদিন দুপুরে তিনি শ্বশুর বাড়িতে ঐতিহ্যবাহী বিনয় সাহার মিস্টি নিয়ে হাজির হন৷ এটি দীর্ঘ ৯ বছর পর তার শ্বশুর বাড়িতে সফর। এসময় তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা তাকে চারপাশ থেকে ঘিরে রাখেন৷

Tags :

সর্বশেষ