চট্টগ্রাম বুলেটিন

রাউজান উপজেলা ও পৌর বিএনপির সংবাদ সম্মেলন আজ বিকালে

চট্টগ্রামের রাউজানে মঙ্গলবার বিকালে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের উপর হামলার প্রতিবাদে আজ বুধবার (৩০ জুলাই) বিকালে সংবাদ সম্মেলন করবে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি৷

বিকাল সাড়ে চারটায় নগরের নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে গোলাম আকবর খোন্দকারসহ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থাকবেন৷ গণমাধ্যমকর্মীদের সেখানে আমন্ত্রণ জানানো হয়৷

এর আগে গতকাল মঙ্গলবার রাউজানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারত যাওয়ার পথে পৌরসভার সাত্তারঘাট এলাকায় গোলাম আকবর খোন্দকারের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে৷ এতে তিনিসহ ১৫-২০ জন আহত হয়েছেন৷ আধা ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে গোলাম আকবর খোন্দকারের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে৷ রাতে উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি৷ এমনকি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়৷ রাউজানে গত এক বছরে ১৩৷ জন খুন হয়েছেন৷ রাজনৈতিক আধিপত্য বিস্তারে এসব খুন হয়েছে বলে মনে করে জেলা বিএনপির সিনিয়র নেতারা।

Tags :

সর্বশেষ