চট্টগ্রাম বুলেটিন

রাঙামাটির বাঘাইছড়িতে ঝুঁকিপূর্ণ ব্রিজ ও ভাঙা সড়কে চরম ভোগান্তি

মো: হাসান আলীঃ


রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পাড়া থেকে কাচালং সরকারি ডিগ্রি কলেজগামী সংযোগ সড়কের পশ্চিম পাশের অংশটি ভারী বর্ষণে প্রায় ১০ ফুট ভেঙে গেছে। এতে মাষ্টার পাড়া ও মধ্যম পাড়ার হাজারো বাসিন্দার পাশাপাশি শিক্ষার্থীরাও প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বন্ধ হয়ে গেছে অটো, সিএনজি ও মোটরসাইকেল চলাচলও।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা ও নিচু অবস্থায় থাকায় সামান্য বৃষ্টিতেই তা ডুবে যায়। এখন সেই পথ পুরোপুরি বিচ্ছিন্ন। এলাকাবাসী জানিয়েছেন, সংযোগ সড়কের পাশে থাকা দুটি ব্রিজের মধ্যে একটির টেম্পার নষ্ট হয়ে পড়েছে এবং এটি নড়বড়ে অবস্থায় রয়েছে—যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

বাইতুশ শরফ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আতিকুর রহমান বলেন, “প্রতিদিন শতাধিক শিক্ষার্থী এই রাস্তায় যাতায়াত করে। এখন মাদ্রাসা কর্তৃপক্ষ কাঠ বসিয়ে অস্থায়ীভাবে পারাপারের ব্যবস্থা করেছে। এতে সময় বেশি লাগে এবং ঝুঁকিও রয়েছে।”

স্থানীয় শিক্ষক হুমায়ুন কবির মূসা বলেন, “বহুবার অভিযোগ দেওয়ার পরও সংশ্লিষ্ট দপ্তর কোনো পদক্ষেপ নেয়নি। এখন পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।”

মধ্যম পাড়ার বাসিন্দা মো. আবছার হোসেন জানান, “আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আশা করছি দ্রুত অস্থায়ী বিকল্প পথ ও স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, “বিষয়টি এখন জেনেছি, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


চট্টগ্রাম বুলেটিন/ইএএম

Tags :

সর্বশেষ