সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও চিহ্নিত সন্ত্রাসী সাখাওয়াত হোসেন টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টীম তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছে থানার এসআই আরিফ হোসেন।
অভিযোগ আছে, টুটুল সীতাকুণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অন্যতম হোতা। ওইসময় সরাসরি অস্ত্র হাতে নামে ছাত্রলীগের এই শীর্ষ ক্যাডার। এছাড়াও বিগত সময় চাঁদাবাজি, দখলবাজি, বিএনপি জামায়াত কর্মীদের গ্রেপ্তার, কৃষি জমির মাটি কাটা, সরকারি জমি দখল, মাদক বাণিজ্যসহ বহু অভিযোগে অভিযুক্ত টুটুল।
এছাড়াও বিভিন্ন সময় ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে সীতাকুণ্ড বাজার থেকে চাঁদা আদায় করতেন টুটুল। বিশেষ করে শিব চতুর্দশী মেলায় সীতাকুণ্ড হাইস্কুল মাঠ দখল করে পার্কিং হিসেবে ভাড়া দিতো টুটুল। এ টাকার ভাগ চলে যেতো আওয়ামী লীগ নেতা মামুন ও বাকেরের পকেটে।
শিক্ষার্থীদের অভিযোগ, সাখাওয়াত হেসেন টুটুল জুলাই ছাত্র আন্দোলনে হাতে অস্ত্র নিয়ে এস এম আল মামুনের নির্দেশে দলবলসহ সাধারণ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং প্রকাশ্যে দিবালোকে ছাত্রদের উপর নগ্ন হামলা করে। ওইসময় টুটুল, যুবলীগ শাহজাহান, তরিকসহ উপজেলার সামনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহনকারী বাসে হামলা করে। এতে বহু শিক্ষার্থী আহত হন।
স্থানীয়দের অভিমত, টুটুলের কাছে কাটা রাইফেল, এলজিসহ নানা ধরণের রয়েছে। এর আগে এসব অস্ত্র নিয়ে প্রকাশ্যে আসে টুটুল। এসব অস্ত্র উদ্ধারে অভিযান চালানো এখন সময়ের দাবি।