চট্টগ্রাম বুলেটিন

হাটহাজারীতে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন ছাত্রদল নেতা আরিফ, এলাকায় শোকের মাতম

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ (২৫)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাটহাজারী ইটভাটা মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মুবিন ইকবাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফ উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মো. হারুনের ছেলে। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় একটি চায়ের দোকান থেকে চা খেয়ে মোটরসাইকেলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন আরিফ ও তার প্রতিবেশী এমরান চৌধুরী। পেছন থেকে আসা কাঠবোঝাই একটি বেপরোয়া চাঁদের গাড়ি (চট্টগ্রাম খ-২৯৪৪) তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তারা গুরুতর আহন হয়। পরে আরিফকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের চালক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরী। গুরুতর আহত অবস্থায় আরিফকে প্রথমে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রাতে তিনি মারা যান। একই দুর্ঘটনায় তিন দিনের ব্যবধানে দুই তরুণ রাজনৈতিক নেতার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tags :

সর্বশেষ