চট্টগ্রাম বুলেটিন

হাদীকে গুলিও তাহমিদ হত্যার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপি-আপ বাংলাদেশ’র বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে গণসংযোগ চলাকালে গুলির ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের বিপ্লব উদ্যানে বীর চট্টলার ছাত্রজনতার ব্যানারে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

সরেজমিনে দেখা যায়, নগরের বিপ্লব উদ্যানে কয়েক হাজার ছাত্রজনতা মিছিল নিয়ে বের হয়। এসময় তারা হাদীর গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই, ক্ষমতা না, জনতা, জনতা, জনতা, ফ্যাসিবাদের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ’’২৪ এর হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার, তুমি কে আমি কে , হাদী, হাদী’’ স্লোগান দিতে থাকে। মিছিলটি নগরের বিপ্লব উদ্যান হয়ে মুরাদপুর, শিক্ষা বোর্ড, জিইসি, দুই নম্বর গেইট ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে।

এসময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নেজাম উদ্দিন বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ ও ভারত নির্বাচন বানচাল করতে জুলাই যোদ্ধাদের টার্গেট করে হত্যা করছে। গতপরশু মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যা, আজ হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি এসব ঘটনা বলে দিচ্ছে টার্গেট শুধু জুলাই যোদ্ধারা। আমরা প্রশাসনের উপর কোন আস্থা রাখতে পারছি না। আপনারা প্রশাসন ঠিক করুন। জুলাইয়ে যারা ভূমিকা রেখেছে তাদেরকে নিরাপত্তা দিন।

চট্টগ্রাম-১০ আসনে এনসিপির সংসদ সদস্য প্রার্থী সাগুপ্তা বুশরা মিশমা বলেন, যারা চায় ভারতের প্রেসক্রপিনশন আর দেশে চলবে না, ভারতের দাসত্ব বাংলাদেশ আর করবে না তাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। তাদেরকে কিলিং করা হচ্ছে। এসবের দায় শুধু সরকারের না, সকল দলগুলোর। তারা জুলাইয়ের পক্ষে বয়ান তৈরি করতে পারেনি। যারা ভারতের প্রেসক্রিপনশন জারি করতে চায় বাংলাদেশে তাদেরকে আইনের আওতায় আনা না হলে দেশে আরও বহু লাশ পড়তে পারে। এসময় তিনি বলেন, হাদীর কিছু হলে আমরা কাউকে ছেড়ে দেব না। এসময় তিনি প্রশাসনের নিস্ক্রিয়তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার তীব্র সমালোচনা করেন।

অপরদিকে আপ বাংলাদেশ নেতা তাহমিদ হত্যার প্রতিবাদে আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমা ওয়াসার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ন প্রধান সংগঠক ফায়াজ সাহেদ, চট্টগ্রাম মহানগর আহবায়ক হুজ্জাতুল্লা আবির, চট্টগ্রাম মহানগর সদস্য সচিব মশিউর রহমান চৌধুরী মাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tags :

সর্বশেষ