বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে ভাটিয়ারী স্টেশন রোড চত্বরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন উওর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন, চার নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি রমজান আলী মেম্বার ও সাধারণ সম্পাদক ফিরোজুল আলম, ভাটিয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম আহবায়ক মোঃ শাওন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ওয়াসিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসিফ, চার নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হারুন ও সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন, চার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিন্টু, একই ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোঃ মিন্টু ও বিএনপি নেতা নাছির, মোঃ শফি, মোঃ ইউনুস, মোঃ জামাল, সোহেল, মোঃ আলমগীর, মোঃ আজমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন এবং দেশের আগামীর ভিত মজবুত করতে তার দীর্ঘ হায়াতের জন্য দোয়া কামনা করেন। সেই সাথে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।