চট্টগ্রাম বুলেটিন

সনাতন ধর্মাবলম্বীদের পাশে সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সাবেক ছাত্রদল নেতা, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ উপহার সামগ্রী বিতরণ করেছেন৷

শনিবার (২৭ সেপ্টেম্বর) নগরের রহমান নগর আবাসিক এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এসব উপহার বিতরণ করেন৷ এসময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান সনাতন ধর্মাবলম্বীদের সাথে। এসময় আরও উপস্থিত ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মোঃ রাকিব, সাঃ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাইফুল ইসলাম সাইফ জানান, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আমরা দলীয় নির্দেশনা অনুযায়ী সতর্ক আছি। কেউ যেন শান্তি, শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে না পারে এজন্য আমরা সজাগ রয়েছি। শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় এই উৎসব পালিত হোক আমরা এমনটাই আশা করি৷ ক্ষুদ্র প্রয়াসে তাদের পাশে থাকার চেষ্টা করছি। দেশ নায়েক তারেক রহমানের পক্ষ থেকে রহমান নগর আবাসিক এলাকার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছি৷

 

Tags :

সর্বশেষ