চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ড হাসপাতালে জামায়াত প্রার্থীর পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি চালিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী৷ রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তার উদ্যাগে ডেঙ্গু মশক নিধন ও  পরিছন্ন অভিযান কর্মসূচি পালন করা হয়। এসময় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় ডেঙ্গু মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়৷

 

এ সময় তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসা সেবার মান উন্নয়ন নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেনের সঙ্গে মতবিনিময় করেন। সীতাকুণ্ডবাসীর স্বাস্থ্য ও সুচিকিৎসা নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের, সীতাকুণ্ড পৌরসভার আমীর হাফেজ আলী আকবর, মুরাদপুর ইউনিয়ন আমীর শহিদুল ইসলাম, কুমিরা ইউনিয়নের  সহকারী সেক্রেটারি এজাহারুল ইসলামসহ স্থানীয় স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ।

Tags :

সর্বশেষ