চট্টগ্রাম বুলেটিন

অপপ্রচারের জবাব দিতে চাই ভালো কাজে: পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফ

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক, পুলিশের গুলিতে পা হারানো নির্যাতিত ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ যখন নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মসজিদে মসজিদে দোয়া, মিলাদ মাহফিল, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ, হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণসহ নানা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছেন তিনি। ঠিক সে সময়ে তার বিরুদ্ধে নানা অপপ্রচার, প্রপাগান্ডা চালাচ্ছে একটি কুচক্রী মহল।

চক্রটি সাইফুল ইসলাম সাইফের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের গুজব ছড়াচ্ছেন৷ কখনও বিভিন্ন আইপি টিভি দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করছেন৷ আবার ভিন্ন কোন ঘটনার ভিডিও তার নামে ছড়িয়ে অপপ্রচার করছে মহলটি।

সাইফের অভিযোগ, তার বাড়ি নগরের বার্মা কলোনীতে হলেও ২০ কিলোমিটার দূরের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত আলী নগরের ঘটনার সাথে তাকে জড়ানো হচ্ছে। এছাড়া সম্প্রতি টেকনিক্যাল এলাকায় একটি ভবনের সিড়ি দিয়ে কয়েকজন লোক উপরে ওঠার একটি ভিডিও দিয়ে তাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে চক্রটি।

তিনি আরও জানান, ইতিমধ্যে দুই জুলাই যোদ্ধাকে এই ঘটনায় জড়িয়ে মামলা দেওয়া হয়েছে৷ যার এজাহার নিয়েও হাস্যরসের সৃষ্টি হয়েছে। নানারকম ভুল তথ্য দিয়ে কিভাবে মামলা হয় তা প্রশ্নবিদ্ধ। তাছাড়া স্কেবেটর চালক হাসান শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনের সেকেন্ড ইন কমান্ড ও আলী নগরের বাসিন্দা। তার আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা, খুন, গুম, অস্ত্র, ডাকাতিসহ অর্ধ শতাধিক মামলা রয়েছে৷

সাইফুল ইসলাম সাইফ জানান, এসব ঘটনার সাথে আমি কোনভাবেই জড়িত নয়। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে একটি কু-চক্রী মহল এসব অপতৎপরতা চালাচ্ছে। জঙ্গল সলিমপুরের ঘটনা গত ৩ মাস আগের হলেও সেখানে শুরুতে স্থানীয় একজন যুবদল নেতার নাম বলা হলেও বর্তমানে আমাকে জড়ানো হচ্ছে উদ্দেশ্যে প্রণোদিতভাবে৷

তিনি আরও জানান, যেই ঘটনা জঙ্গল ছলিমপুরের শুরুতে সেখানে বলা হয়েছিল অন্যদের নাম৷ কিন্তুু ৩ মাস পর উদ্দেশ্য প্রণোদিতভাবে নাম জড়িয়ে ভিত্তিহীন সংবাদ তৈরি করা হচ্ছে ভুঁইফোড় অনলাইনে৷ এছাড়াও টেকনিক্যাল এলাকার ভিডিওতে আমাকে বা আমার কোন নেতাকর্মীকেও দেখা যায়নি।

তিনি আরও জানান, যারা এসব অপপ্রচার চালাচ্ছে তাদেরকে ভালো কাজের মাধ্যমে জবাব দিতে চাই। আমি আমার এলাকার মানুষের জন্য রাজনীতি করি, চট্টগ্রামের মানুষের জন্য রাজনীতি করি। ফ্যাসিবাদের সময়ে হাসিনার পুলিশের গুলিতে একটি পা হারিয়েছি। দেশ নায়েক তারেক রহমান আমাকে ডেকেছেন এবং কথা বলেছেন৷ তিনি আমাকে হাঁটার জন্য একটি আর্টিফিশিয়াল পা লাগিয়ে দিয়েছেন৷ আমি তার কাছে কৃতজ্ঞ। বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়া থেকে শুরু করে নানা সামাজিক ও ক্রীড়া মূলক কার্যক্রম পরিচালনা করছি আমি৷ যা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চাই।

উল্লেখ্য, বায়েজিদ বোস্তামী থানার সাবেক ওসি কামরুজ্জামানের নেতৃত্বে ২০২১ সালে পুলিশ তৎকালীন মহানগর ছাত্রদলের সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে তুলে নিয়ে বায়েজিদ লিংক রোড়ে গহীন পাহাড়ে গুলি চালায়৷ এতে তার পা কেটে ফেলতে হয়৷ দীর্ঘ দিন ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি থাকলেও পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে রাখে৷ পা কাটা শেষে তাকে টেনেহিঁচড়ে অস্ত্র মামলা দিয়ে জেলে নিয়ে যায় পুলিশ। সেই থেকে দীর্ঘ সময় কারাগারে কাটে এই ছাত্রদল নেতার।

Tags :

সর্বশেষ